মাহমুদ নগরে জমি সংক্রান্ত বিরোধের জের একই পরিবারের মহিলা সহ ৪ জন আহত
বন্দর ২০নং ওয়ার্ড মাহমুদ নগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় মহিলাসহ একই পরিবারের ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার ৭ মার্চ রাত ৮ ঘটিকার সময় মাহমুদ নগর মাদ্রাসা রোড এলাকায় ব্যবসায়ী পারভেজের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায়৷ এই সময় সন্ত্রাসীরা পারভেজের বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। হামলায় আহতরা হলেন দীপা আক্তার(৩০), দীপার শ্বশুর হাজী আব্দুল হাই, দীপার শ্বাশুড়ি খোরশেদা বেগম,ননদ বেলি আক্তার। এই বিষয়ে পারভেজ এর স্ত্রী দীপা আক্তার বাদী হয়ে সন্ত্রাসী জাহাঙ্গীর, মানিক, আলমগীর,কাউছার,আল-আমিন, সাইদুর সহ অজ্ঞাত আরও ৭/৮ নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের এর পর প্রাথমিক ভাবে বন্দর মদনগঞ্জ পুলিশ ফাড়ির এস আই ফরিদ হোসেন ঘটনাস্থলে গিয়ে হামলার সতত্যা পেয়েছেন বলে গনমাধ্যম কর্মীদের জানান। এই বিষয়ে মামলা দায়ের এর পক্রিয়াধীন রয়েছে। সন্ত্রাসী কাউছার এর বিষয়ে তার পিতা হাজী আব্দুল হাই গনমাধ্যমকর্মীদের জানান, কাউছার হলো জুয়ারি ও মাদক সেবনকারী। এছাড়াও কাউছার চোরাই লোহা ও জাহাজ কেটে ব্যবসা করে সন্ত্রাসী কর্মকান্ড চালায়।