মাগুরার মঘিরঢাল এলাকায় দুইটি বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় অন্তত আরও ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পৌনে ২টার দিকে ওই এলাকার মাগুরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন। তিনি জানান, মঘিরঢাল এলাকাতে দুই বাস ও এক মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত বাসে আরও অনেকে আটকা আছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।