বন্দর মদনগঞ্জ উত্তর পাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে মরহুম হাজী তাহের আলী সর্দার স্মৃতি স্বরনে।১১ডিসেম্বর রাত ৮টায় ব্যাটমিন্টন টুর্নামেন্ট শুভ উদ্বোধন আয়োজন করা হয়েছে উক্ত টুর্নামেন্ট প্রধান অতিথি আলহাজ্ব ফয়সাল মোঃ সাগর কাউন্সিলর ১৯নং ওয়ার্ড নাঃগঞ্জ সিটি করপোরেশন। বিশেষ অতিথি মোঃ কবির হোসেন সহ-সভাপতি ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টি। সভাপতিত্ব করবেন পলি বেগম সভাপতি ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টি। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন হাজী ফকির চান মিয়া, হাজী শফিউদ্দিন আহমেদ নাবু মিয়া,হাজী মানিক মাহমুদ, মোঃ বসির উদ্দিন রতন,মোঃ আল-মামুন, মোঃ সোহেল, মোঃ বসির জান,মোঃ পিন্টু, আয়োজনে মোঃ জাহাঙ্গীর, মোঃ রেজাউল করিম সোহাগ, মোঃ মুন্না মাহমুদ, মোঃ সৌরভ, মোঃ ইমরান, মোঃ রাব্বি, জি এম,রাব্বি, মোঃ রিফাত মোঃ নাদিম,মোঃ সিয়াম, মোঃ সানি লিয়ন