মদনগঞ্জ শাখা ড্রেনের কাজের শুভ উদ্ধোধন করেন কাউন্সিলর সাগর ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ড মদনগঞ্জ পি,এম রোড পুলিশ ফাঁড়ির শাখা ড্রেনের কাজের শুভ উদ্ধোধন করেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোঃ সাগর।
উক্ত কাজ শুরু করার জন্য ১৬ ফেব্রুয়ারী সকাল ১০টায় মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি প্রাঙ্গনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আজগর হোসেন,মোশারফ হোসেন, (এস,আই),মোঃ মহিউদ্দিন (এ,এস,আই), ১৯ নং ওয়ার্ড সচিব মোঃ শাখাওয়াত হোসেন রিয়াদ এবং কাজটি পরিচালনায় মোঃ রিয়াদ ও ইসমাইল।
এ সময় মাননীয় মেয়র মহোদয় সহ স্থানীয় কাউন্সিলর জন্য সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। এবং দোয়া শেষে সকলের মাঝে মিষ্টি বিতরন করেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ নোমান আহমদ বানীপুরী,।
মদনগঞ্জ সিটি অডিটোরিয়ামের ৫য় তলার ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্ধোধন নিয়মিত পরিদর্শন ও তদারকি করছেন ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোঃ সাগর