মদনগঞ্জে মালবাহী ট্রাক উল্টে খাদে পড়ে একজন শিশু আহত
বন্দরের মদনগঞ্জ নমুনা বাজার মুক্তিযোদ্ধা সড়কে বালুভর্তি একটি মালবাহী ট্রাক উল্টে খাদে পড়ে একজন আহত হয়েছে। আল আমিন’র ছেলে মাদ্রাসা ছাত্র আবির (৭) কে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন আবিরের খোঁজ খবর নেন।
দূর্ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে এসে মালবাহী ট্রাকে পানি দিয়ে ট্রাক থেকে বালি সরিয়ে ট্রাকটি খালি করা হয়।
এলাকাবাসী জানান:- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের লক্ষ্যারচর ছৈয়ালবাড়ি ঘাট এলাকায় একটি ব্রিজের কাজ চলছে। ১৯ ডিসেম্বর রবিবার সকাল ৯ টায় সেই ব্রীজের কাজের জন্য বালি নিয়ে আসা একটি ট্রাক পিছনের দিয়ে আসার সময় হঠাৎ রাস্তার একাংশ ভেঙ্গে ট্রাকটি খাদে পড়ে যায়। এসময় একটি শিশু পড়ে যাওয়া ট্রাকের বালির নিচে চাপা পরে গুরুতর আহত হয়, সাথে সাথে শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জের হাসপাতালে পাঠানো হয় বর্তমানে শিশুটি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে তার একটি হাত ভেঙে গেছে।