গত কয়েকদিন ধরে আলোচনার তুঙ্গে শবনম বুবলী-শাকিব খান-অপু বিশ্বাস। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) অভিনেত্রী বুবলী সোশ্যালে বেবি বাম্পের ছবি পোস্ট করতেই শুরু হয় তোলপাড়। সন্ধ্যার মধ্যেই খবর আসে প্রায় আড়াই বছর আগে সন্তানের মা হয়েছেন তিনি। এরপর মাঝ রাতে শাকিবের বাসায় ছেলে ‘আব্রাম খান জয়’র জন্মদিন উদযাপন করেন অপু বিশ্বাস। সেখানে অভিনেতার পরিবারের সদস্যদেরও দেখা যায়।এ ঘটনার দুই দিন পরে অর্থাৎ, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রথমে বুবলী ও পরে শাকিব খান সন্তানের ছবি প্রকাশ্যে আনেন সোশ্যালের মাধ্যমে। পরে জানা যায়, ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে।
শাকিব-বুবলী মধ্যকার বিষয়টি শিরোনামে আসতেই জড়িয়ে যায় অভিনেতার সাবেক স্ত্রী অপু বিশ্বাসের নাম। বর্তমানে দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় অবস্থান করছেন তিনি।আনন্দবাজার অনলাইনকে অপু বিশ্বাস জানিয়েছেন— গত ২৪ ঘণ্টায় অনেকেই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। কারও ফোন তুলছেন না তিনি। কেননা, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথাই বলতে চান না বলে জানিয়েছেন ঢালিউড ক্যুইন।