বন্দর প্রতিনিধি: বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৫ বছরের এক মুসলিম যুবতী মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লম্পট সবুজ দেবনাথ (৩৩)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত ৯ নভেম্বর সোমবার রাতে বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই লম্পটকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে ধর্ষিতা যুবতী বাদী হয়ে বন্দর থানায় নারী ও মিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং– ১৯(১১)২০। ধৃত লম্পট সবুজ দেবনাথ বন্দর ফাযার সার্ভিস গল্লী এলাকার স্বপন দেবনাথের ছেলে বলে জানা গেছে।
মামলার সূত্রে জানা গেছে, বিবাদী লম্পট সবুজ দেবনাথ ধর্ষিতা যুবতির বড় ভাইয়ের বন্ধু। সে সুবাধে সবুজ দেবনাথের সাথে ওই যুবতী পরিচয় হয়। বিবাদী সবুজ দেবনাথ প্রায় সময় মামলার বাদিনী বাড়ীতে আসা যাওয়া করত। ওই সযোগে মামলার বাদিনী সাথে কথাবাতার্ বলত। এক পর্যায়ে বাদিনীর সাথে বিবাদীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় সময় বিবাদী লম্পট সবুজ দেবনাথ বাদিনীকে বিভিন্ন ভাবে কুপ্রস্তব দিয়ে আসে। বাদিনী বিবাদী প্রস্তাবে রাজি না হওয়ায় বিবাদী বাদিনীকে বিয়ের প্রলোভন দেখায়। এক পর্যায়ে গত ২৫ জুন রাত সাড়ে ৮টায় বাদিনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিবাদী বসত ঘরে নিয়ে বাদিনীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। পরে ধর্ষিতা বিযের জন্র লম্পটকে চাপ সৃষ্টি করলে বিবাদী লম্পট সবুজ দেবনাথ বিয়ে না করে নানা ভাবে তালবাহানা করে। এ ব্যাপারে ধর্ষিতা ওই নারী বাদী হয়ে বন্দর থানায় মামলা দাযের করলে পুলিশ তাকে ওই মামলায় তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে াাদালতে প্রেরণ করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকতার্ বন্দর থানার উপ–পরিদর্শক আনিছ ধর্ষনের ঘটনা সত্যতা স্বিকার করে গনমাধ্যমকে জানায়, এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের হয়েছে। আমরা বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক সবুজ দেবনাথকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে উক্ত এলাকায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। সে সাথে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষা জন্র নারাযণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি।