গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (খোলা মণ্ডলের বাজার) গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সাদুল্লাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজু কামাল।
নিহতরা হলেন- ওই গ্রামের বিজয় চন্দ্রের ছেলে বিধান চন্দ্র (৩০) এবং তার স্ত্রী কমলি রাণী (২৬)। বিধান ইজিবাইক চালক ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, সকালে বিধান বাড়িতে ইজিবাইক চার্জে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। চিৎকার শুনে কমলি রাণী তাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এক পর্যায়ে দুজন ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ পরিদর্শক রাজু কামাল বলেন, অসতর্কতার কারণে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিধানের বাবা থানায় একটি ইউডি মামলা করেছেন।