সুজন হালদারকে আহ্বায়ক ও জিহাদুর রহমান জিহাদকে সদস্য সচিব করে বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে । মঙ্গলবার রামপুরায় টেলিভিশন ভবনে রিপোর্টার আরেফিন মাসুদের সভাপতিত্বে ১৭ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শফিক বাবু, মো. মাহবুবুর রহমান, উজ্জ্বল আহম্মেদ, ফয়জুল্লাহ সাঈদ, আরেফিন মাসুদ, জান্নাতুল ফেরদৌস, এস এম মনির, নাসির উদ্দিন, দিনার সুলতানা, শফিউল্লাহ সুমন, মিনাক্ষী চৌধুরী, মাসুদ রানা, আলমগীর হোসেন, মাহফুজুর রহমান ও মাহমুদুল হাসান হিটলু।
পরে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা পরিচালক (বার্তা) ড. সৈয়দা তাসমিনা আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান। বার্তা সম্পাদক মুন্সী ফরিদুজ্জামানসহ বার্তাকক্ষের প্রযোজকরা এসময় উপস্থিত ছিলেন।
কমিটি গঠন প্রসঙ্গে সদস্য সচিব জিহাদুর রহমান জিহাদ জাগো নিউজেকে বলেন, বাংলাদেশ টেলিভিশনে বার্তা বিভাগে কর্মরত রিপোর্টারদের পেশাগত মান উন্নয়ন,পারস্পরিক যোগাযোগ সমন্বয়, কল্যাণসহ বিভিন্ন ইতিবাচক সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধির প্রয়াসে এ কমিটি গঠন করা হয়েছে ।