চারদিক নীল। সমুদ্র-আকাশ মিলেমিশে একাকার। চোখে রোদ চশমা, বালির ওপর বিকিনি পরে আলিয়া ভাট। এভাই উেত্তাপ ছড়াচ্ছেন তিনি। ‘রাজি’ কন্যার অবসর যাপনের মুডের ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তিনি এখন রয়েছেন মালদ্বীপে। সেখানে তিনি গেছেন বন্ধু ও অভিনেতা আকাংশা রঞ্জন কাপুর, বোন শাহীন ভাটের সঙ্গে। ছুটির মুডের বেশ কয়েকটি সেলফি শেয়ার করেছেন অভিনেত্রী।
নোনা জলে বালি মেখে সুন্দরী আলিয়া হয়ে উঠেছেন ‘মালদ্বীপের জলপরী’। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে মহেশকন্যা বন্ধুদের সঙ্গে কাটানো স্পেশাল কিছু মুহূর্ত শেয়ার করেন। নীল এবং গোলাপী টিউব টপ, চাঙ্কি গোল্ডেন জুয়েলারি, হালকা মেকআপে মায়াবী রাতের আভাস দিয়েছেন আলিয়া। অন্যদিকে, আকাংশার পরনে ছিল অফ শোল্ডার টপ, ডেনিম বটমস ও গোল্ডেন নেকলেস। আলিয়া ছাড়াও আকাংশা পুল সাইট থেকে স্পা সেশনের সব ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের নজর কেড়েছেন। এর আগেও আলিয়া ও শাহীনকে রনথামবোর ন্যাশনাল পার্কে পরিবার ও বয়ফ্রেন্ড রণবীরের সঙ্গে নতুন বছর উদ্যাপন করতে দেখা গিয়েছিল। প্রায় তিন বছর ধরে ডেট করছেন আলিয়া-রণবীর। গাঁটছড়া কবে বাঁধবেন তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। আলিয়া ভাটের হাতে রয়েছে এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’, বিপরীতে রয়েছেন অজয় দেবগান। এর বাইরে সঞ্জয় লীলা বানশালির ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ও করণ জোহরের ‘তখত’-এ দেখা যাবে অভিনেত্রীকে।