বন্দর ২৩ নং ওয়ার্ড এ স্থিত হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে দিয়ে ড্রেজারের পাইপ নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছে উক্ত স্কুলের অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী। নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকর্মীদের কে স্কুলের একজন অভিভাবক জানান, স্কুলের পকেটে গেট এর সামনে দিয়ে ড্রেজারের পাইপ টানার কারণে অনেক শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হচ্ছে৷ এই বিষয়ে ড্রেজার পাইপ যারা নিয়েছেন তাদের মধ্যে একজন ফারুক প্রধান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,এখন স্কুল বন্ধ তাই পাইপটি এদিক দিয়ে নেওয়া হয়েছে। এদিকে খোঁজ নিয়ে জানা যায় উল্লেখিত ড্রেজার এর পাইপ সিটি কর্পোরেশন এর মধ্য দিয়ে অবৈধভাবে নেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন পারমিশন ছাড়াই।