বন্দর প্রতিনিধি: অনলাইন নিউজ পোর্টাল শিক্ষা তথ্য ডটকমের সম্পাদক ও প্রকাশক ও বন্দর মডেল প্রসে ক্লাবের সহ-সভাপতি জি. কে. রাসেলের ৩৮তম জন্ম বার্ষিকীতে কেক কাটলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ। মঙ্গলবার ১৫ ডিসেম্বর সাড়ে ৭ টায় বন্দর স্কুলঘাট সংলগ্ন অনলাইন নিউজ পোর্টাল শিক্ষা তথ্য পত্রিকা অফিসে জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বন্দর মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম শাহিন, সহ-সভাপতি আব্দুল মান্নান খান বাদল, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াবুর রহমান জিয়া, অর্থ সম্পাদক মো. শামীম ইসলাম, সাংবাদিক শাহরিয়া প্রধান ইমন, অনলাইন নিউজ পোর্টাল নিউজ বন্দর টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক শেখ আরিফ, শিক্ষা তথ্য পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মেহেদি হাসান প্রান্ত, সাংবাদিক আজাদ, সাংবাদিক মমতাজ। এছাড়া উপস্থিত ছিলেন, বন্দও থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার, মুহাম্মদ হোসেন, আরিফুল ইসলাম হিরা, সানি প্রমূখ।