বন্দরে ২ সাঁজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার- ৭
বন্দর প্রতিনিধি : বন্দরে মাদক ও অর্থঋন মামলার ২ সাঁজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার সোনাচরা এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে মাদক মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী কামাল হোসেন (৪২) ও বন্দর থানার দেউলী এলাকার চাঁন মিয়ার ছেলে অর্থ ঋন মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী হোসাইন (৪৫) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধস্থ তাজপুর এলাকার দুলাল মিয়ার ছেলে বন্দর থানার ১৩(৭)২২ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী লিমা আক্তার পরী (২৭) একই মামলার ওয়ারেন্টভূক্ত আসামী একই এলাকার মজিবুর রহমান মিয়ার ছেলে আনছারী ওরফে ইনাম (৩৮) একই মামলার ওয়ারেন্টভূক্ত আসামী একই এলাকার মৃত নূরু মিয়া ছেলে দুলাল (৩৫) ও তার বোন মরিয়ম আক্তার (২৮) ও বন্দর থানার কাইতাখালি এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে দারুস সালাম থানার ৫(৫)২২ নং মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জানে আলম (৪২)। গ্রেপ্তারকৃতদের বুধবার (২৮ ফেব্রুয়ারি)দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরন করা হয়েছে।