বন্দরে স্কুল প্রাঙ্গনে মাহিকা
নামে নবম শ্রেণীর শিক্ষার্থী মৃত্যু
বন্দরে নাসিক ২৩ নং ওয়ার্ড বাগ
বাড়ি এলাকায়অবস্থিত হাজী সিরাজউদ্দিন মেমোরিয়্যাল
উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী
মাহিকা (১৫)পরীক্ষা শেষে মাঠে স্কাউট প্রশিক্ষণ করার সময়
হঠাৎ অসুস্থ হয়ে পড়ে,
এ সময় স্কুল শিক্ষক. শিক্ষীকাও ছাত্র-ছাত্রীরা অসুস্থ অবস্থায় মাহিকা কে দ্রুত চিকিৎসা জন্য
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার মৃত্যুর ঘোষণা করেন। এ সময়
স্কুল ছাত্রী মাহিকার স্কুল বান্ধবীদের আহাজারি করে।
এই ঘটনাটি ঘটে গত১২ই ডিসেম্বর
দুপুর সাড়ে১২টার দিকে। নাসিক ২৩নং ওয়ার্ড
বাগ বাড়ি এলাকা হাজী সিরাজউদ্দিন
মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ে মাঠে।
নবম শ্রেণীর ছাত্রী মাহিকা বাগবাড়ি
এলাকার জলী বেগমের বাড়ির ভাড়াটি
দিন মজুর মোঃ মান্নানের মেয়ে বলে জানা গেছে। এলাকাজুরে শোকের মাতব বইছে।