বন্দরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ২ শিশু মরদেহ উদ্ধার
বন্দর প্রতিনিধি :
নারায়নগঞ্জ বন্দরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ময়মনসিংহ পট্রি সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দুই শিশুর নাম বিল্লাল(৮) ও ইসমাইল(৮)। গত রোববার সকালে তাঁরা নিখোঁজ হয়। নিহত বিল্লাল বন্দর কাজীবাড়ি এলাকার ইকবাল কাজীর বাড়ির ভাড়াটিয়া বাবুল কাজীর ছেলে এবং নিহত ইসমাইল পাশ্ববর্তী বাদল কাজীর বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মাঝির ছেলে।
নিহত পরিবারের সূত্রে জানাগেছে, গত রোববার সকালে দুই শিশু বাড়িতে থেকে বের হয়। তাঁরা দুপুর পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় সম্ভব্য বিভিন্ন স্থানে খোজাখুজি করা হয়েছে।
সোমবার সকালে ময়মনসিংহ পট্রি সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে তাদের মৃতদেহ ভেসে উঠে। এসময় স্থানীয় লোকজন দেখে তাদের খবর দিলে পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। পাশাপাশা বসবাস দুই শিশুর মৃত্যুতে পরিবারের আহাজারিতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। এ ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।