বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বন্দরে এক শিশু ধর্ষণের ঘটনায় সোহেল (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে কামতাল ব্রহ্মপূত্র নদের পার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কিশোর ওই ধর্ষীতার শিশুর আপন ফুফাতো ভাই। মঙ্গলবার রাতে শিশুর নিজ বাড়িতেই ধর্ষণের ঘটনা ঘটে।
কামতাল তদন্ত কেন্দ্রের এসআই আজিজুল হক জানান, উপজেলার ধামগড় ইউপির কামতাল গ্রামের ব্রহ্মপূত্র নদের তীরে এলাকার আক্কাছ আলী, তার বাড়িতেই স্বামী পরিত্যক্ত মেয়ে ও মেয়ের ঘরের নাতি সোহেল(১৪) এবং ছেলে আমজাত হোসেন মেয়ে শিশু কন্যা(৮) নাতিন একই ঘরে বসবাস করে। মঙ্গলবার রাতে নাতি সোহেল নাতিনকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশু কন্যা অসুস্থ হয়ে পড়লে মা সুমি আক্তার বাদি হয়ে রোববার রাতে থানায় মামলা একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে রোববার রাতেই ধর্ষক সোহেলকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার সকালে শিশু কন্যাকে ডাক্তারি পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুদ্দীন ভূঁইয়া জানান, আরো একটি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষক কিশোর ফুফাতো ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।