বন্দরে এক শিশু ধর্ষণের অভিযোগে কাশেম আলী(৫২) নামের এক তরকারি দোকানদারকে গ্রেপ্তার পুলিশ। শনিবার রাতে চিড়ইপাড়া নন্দনকানন কলোনীতে গোসলখানায় এ ধর্ষণের ঘটনা ঘটায়। ১০ টাকার প্রলোভন দেখিয়ে আরো একাধিক বার ধর্ষণ করতো বলে গ্রেপ্তারকৃত কাশেম আলী পুলিশকে জানিয়েছে। গ্রেপ্তারকৃত কাশেম আলী মুছাপুর ইউপির চিড়ইপাড়া কলোনীর মৃত সুকেল আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার ধামগড় ইউপির চিড়ইপাড়া পশ্চিম কলোনী ইসমাইল মিয়ার মালিকানাধিন দোকান ভাড়া নিয়ে তরকারি বিক্রি করতো কাশেম আলী ।এ সুবাধে পাশ্ববর্তী বাড়ির রিকশা চালকের শিশু কন্যা(৮)কে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কাশেম আলী ওই বাড়ি গোলসখানায় নিয়ে ধর্ষণ করে। এসময় মেয়ের চিৎকার শুনে মা দৌড়ে কাশেমকে হাতে-নামে ধরে ফেলে। রাতেই বিষয়টি স্থানীয় ইউপি সদস্য নবীর হোসেনকে জানালে তিনি থানা পুলিশকে জানানোর পরামর্শ দেয়। রোববার সকালে শিশু কন্যার মা বিউটি বেগম বিষয়টি এলাকাবাসী বাসিকে অবগত করেন। এলাকাবাসীর সহযোগীতায় কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ ধর্ষক কাশেমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুদ্দীন ভূঁইয়া জানান, শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষীতার মা বিউটি বেগম বাদি হয়ে মামলা করেছে। ধর্ষণকে গ্রেপ্তার করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ অব্যহত।