বন্দরে ভ্রাম্যমান আদালত কর্তৃক
মাদকসেবীকে ৬ মাসের সাঁজা
মাদক সেবন ও সংরক্ষনের অপরাধে বন্দরে ভ্রাম্যমান আদালত জুবায়ের হোসেন (২৫) নামে এক মাদক সেবীকে ৬ মাসের বিনাশ্রম সাঁজা প্রদান করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট বন্দর উপজেলা সহকারি (ভূমি) কমিশনার আসমা সুলতানা নাসরিন এ সাঁজা প্রদান করেন। মাদক সেবী জুবায়ের হোসেন বন্দর থানার সোনাকান্দা বেপারীপাড়া এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে। জানা গেছে, বন্দর থানার এএসআই শফিকুল ইসলামসহ সঙ্গীয় র্ফোস মঙ্গলবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার সোনাকান্দাস্থ বেপারীপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযান কালে পুলিশ মাদক সেবন কালে উল্রেীখত এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে মাদক সেবী ও বখাটে জুবায়ের হোসেন (২৫)কে আটক করে। পরে পুলিশ আটককৃত মাদকসেবীকে বন্দর উপজেলা পরিষদে নিয়ে গেলে উপজেলা পরিষদের সহকারি (ভূমি) কমিশনার আসমা সুলতানা নাসরিন আটককৃত মাদক সেবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাব্যস্থ করে ৬ মাসের বিনাশ্রম সাঁজা প্রদান করে। পরে পুলিশ আটককৃতকে দুপুরে জেল হাজতে প্রেরণ করে।