বন্দরে ফিলিং স্টেশনের ৬ লাখ টাকা ছিনতাই……………!
নারায়ণগঞ্জের বন্দরে মেগা সিটি ফিলিং স্টেশনের ক্যাশিয়ার শাহ নিজাম উদ্দিনের কাছ থেকে ছিনতাইকারিরা নগদ ৬ লাখ ২১ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় বন্দর উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ রজনীগন্ধা সিএনজি স্টেশনের উত্তরপাশে।
এ ব্যাপারে ফিলিং স্টেশনের ক্যাশিয়ার বাদী হয়ে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, শাহ নিজাম উদ্দিন মিয়া দীর্ঘ দিন ধরে বন্দর উপজেলার কেওঢালাস্থ মেগা সিটি ফিলিং স্টেশনে ক্যাশিয়ার হিসেবে কর্মরত। রোববার সকাল সাড়ে ৯টায় ক্যাশিয়ার মেগা সিটি ফিলিং স্টেশনের তেল বিক্রির ৬ লাখ ২১ হাজার টাকা প্রিমিয়ার ব্যাংকে জমা দেয়ার জন্য কেওঢালাস্থ রজনীগন্ধা সিএনজি স্টেশনের উত্তরপাশে গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় একটি অজ্ঞাত সাদা রংয়ের একটি প্রাইভেটকার দ্রুত গতিতে এসে ক্যাশিয়ারের পাশে থামে। গাড়ীতে থাকা অজ্ঞাত নামা ২ জন ব্যক্তি গাড়ী থেকে নেমে ক্যাশিয়ারকে ধাক্কা মেরে ফেলে দিয়ে কাপড়ের ব্যাগ ভর্তি টাকা নিয়ে গাড়ী যোগে পালিয়ে যায়।
বন্দর থানার অফিসার ইনর্চাজ দিপক চন্দ্র সাহা জানান, টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা আজিজুল হক মামলাটি তদন্ত করছেন। লুন্ঠিত টাকা উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।