বন্দরে নাসিকের গাড়ীর ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে প্রাইমারী স্কুলের ছাদে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের অদূরদর্শীতার কারনে রাস্তার সংস্কার কাজ করার সময় নাসিকের গাড়ীর ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি পড়ে অল্পের জন্য রক্ষা পেল কয়েকজন পথচারী। শনিবার ১০ এপ্রিল সকাল ১০ টায় বিএম ইউনিয়ণ স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনাটি ঘটে। এ সময় নাসিকের গাড়ীর ধাক্কায় তিনটি ট্রান্সমিটার সম্বলিত একটি বৈদ্যুতিক খুঁটিসহ মোট তিনটি বৈদ্যুতিক খুঁটি বন্দর বালক প্রাথমিক বিদ্যালয়ের ছাদে পড়ে মারাতœক ক্ষতিগ্রস্ত হয়। ছাদের কিছু অংশ ধ্বসে পড়ে ও অপরটি স্কুলের পাশে পড়ে। আরেকটি বন্দর পুলিশ ফাঁড়ীর সামনে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতক্ষদর্শীরা জানান,চালকের অদক্ষতার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় ভাগ্যক্রমে বেঁচে যান বেশকয়েকজন পথচারী। তারা জানান, পুরো রাস্তাটি খালি ছিল, ট্রাক চালক খুবই দ্রুতগতিতে বেপরোয়াভাবে চালিয়ে এসে বৈদ্যুতিক ঘুটির উপর ধাক্কা দেয়। খোঁজ নিয়ে জানা যায়, উক্ত রাস্তার কাজটি রতœা এন্টারপ্রাইজ নামক ঠিকাদার প্রতিষ্ঠান করছে। দূর্ঘটনার সংবাদে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়াসহ পল্লী বিদ্যুতের ওয়ারিং ইন্সপেক্টর ও কর্মকর্তাবৃন্দ। সেই সাথে ওই এলাকার সঞ্চালন লাইনের বিদ্যুৎ সরবারহ বন্ধ রয়েছে।