বন্দরে ধর্ষণ চেষ্টাকালে এক যুবককে গণপিটুনি ;পুলিশে সোপর্দ
বন্দরে ১৮ বছরের এক নারী শ্রমিককে ধর্ষণ চেষ্টাকালে রিয়াজউদ্দিন(২৩) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গত ৭মার্চ রাতে বন্দর উপজেলাধীন দাসেরগাঁ এলাকায় এঘটনাটি ঘটে। ধৃত রিয়াজ উদ্দিন সুদূর কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি বর্তমানে বন্দর রাজবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। এব্যাপারে ভিক্টিম রাবেয়া বেগম (ছদ্মনাম) বাদী হয়ে বন্দর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেছে। মামলায় তিনি উল্লেখ্য করেন, রাবেয়া বেগম(ছদ্মনাম) বন্দর দাসেরগাঁও এলাকার মাহিন এক্সরিস ফ্যাক্টরি নামের একটি কারখানায় চাকরি করত। গত ৭ই মার্চ রোববার তিনি রাত্রীকালিন ডিউটি শেষে রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে রিয়াজ উদ্দিন তার পিছু নেয়। একপর্যায় তিনি পেছন থেকে রাবেয়ার মুখ চাপা দিয়ে রাস্তার পাশে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় তারা ডাক চিৎকারে ঐ কারখানাতে থাকা অন্যানো শ্রমিক ও এলাকাবাসী এগিয়ে এলে ঘটনাস্থলেই রিয়াজকে গণপিটুনি দেয়। এবং পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। এবং সোমবার দুপুরে যথারীতি নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।