নারায়ণগঞ্জ এর বন্দরের এনায়েতনগর এলাকার নববধু সীমা দাস( ছদ্মনাম) । সনাতন ধর্মাবলম্বী রীতিনীতি অনু্যায়ী বিয়ে হয়েছে বেশিদিন হয়নি। তবে তাদের সংসারে আলো ফোটাচ্ছিলো না কোমলমতি। তাইতো সন্তানের আশায় নানা চিকিৎসা করেও উপায়ন্তর না পেয়ে মায়ের কথায় খোঁজ পেলেন এক কবিরাজের। তিনি নাকি পেটে মালিশ করলেই ঘর আলোকিত করে ফুটফুটে সন্তান।
এই বিশ্বাসেই মায়ের কথা মত সীমা গত ৪ফেব্রুয়ারি দুপুরে এনায়েত নগর আউয়াল ডাক্তারের বাড়ির পাশে থাকা মৃত আসাদ আলির ছেলে ভণ্ড কবিরাজ কামাল হোসেনের কাছে চিকিৎসা নিতে যায় । সেখানেই তার পেটে মালিশ করার কথা বলে ঘরের দরজা বন্ধ করে গৃহবধূ(১৮) কে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় সীমা’র স্বামী গত ৯ফেব্রুয়ারি বন্দর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে লম্পট কামাল কৌশলে পালিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি তার গত ২৭ মার্চ
বন্দর থানার এস আই আব্দুল বারেকের পাতা ফাঁদে আটকা পড়েন তিনি। গ্রেফতার হন নারায়ণগঞ্জ ৫নং ঘাট এলাকা হতে। পরে তাকে বন্দর থানায় এনে আদালতে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, ভন্ড এই কবিরাজ নারায়ণগঞ্জ বিআই ডব্লিউ টি এ ড্রেজার বেইস এর লিভার ম্যান। তিনি এ চাকরির পাশাপাশি দীর্ঘদিন যাবৎ কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলো। সর্বশেষ এ ঘটনায় তিনি প্রায় দেড়মাস পালিয়ে থেকে পুলিশের নিকট গ্রেফতার হন।