বন্দরে তুচ্ছ ঘটনায় মা-মেয়ে সহ একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত,বাড়িঘরে লুটপাট ও ভাংচুর
বন্দর কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার কাঁঠাল পারা কে কেন্দ্র করে মা-মেয়ে ও ছেলেসহ একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করে বাড়িঘরে হামলা,ভাঙচুর ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষ জসিম ও রমজান গংরা।
এ বিষয়ে ৯ আগস্ট রাতে হামলায় আহত কানিজ ফাতেমা বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জসিম, রমজান, জসিমের ভাগিনা চুনাভূড়া এলাকার কিশোর গ্যাং লিডার অনিক, মানিক, রকি, লেডি সন্ত্রাসী মনোয়ারা, হালিমা, মুক্তা ও সানজিদা নাম উল্লেখ্য করে অভিযোগটি দায়ের করেন।
হামলার ঘটনা প্রসঙ্গে কানিজ ফাতেমা জানান, ৮ আগস্ট আমার শ্বশুরবাড়ির কাঁঠাল গাছ থেকে চুরি করে কাঁঠাল পেরে নিয়ে যাচ্ছিলেন জসিম ও রমজানরা। সেখানে ঘটনাস্থলে আমার পরিবার গেলে তারা আমাদের উপর চড়াও হয়। এবং পরবর্তীতে জসিম ও রমজানের নেতৃত্বে কিশোর গ্যাং ও লেডি সন্ত্রাসী বাহিনীর সদস্যরা আমার বসতঘরে হামলা করে আমার বড় মেয়ে জুয়েনা আক্তার মিম (১৮),ছোট মেয়ে ফারিয়া আক্তার নিশা (১৪), ছোট ছেলে জিদান (১১)ও পাঁচ বছরের শিশুপুত্র আরিয়ানকে ব্যাপক মারধর করে এবং ঘরের আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালায়। এছাড়াও আমার দোকান হতে ক্যাশবাক্স ভেঙে নগদ সাড়ে সাত হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং আমার বড় মেয়ের গলা থেকে আট আনি স্বর্ণের চেইন সহ আমাকে মারধর করে আমার গলা থেকেও দশ আনি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
এছাড়াও তিনি আরও জানান, থানায় অভিযোগ করার পরে পুলিশ ঘটনাস্থল আসলেও প্রায় দুইদিন অতিবাহিত হলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে তেমন কোন ব্যাবস্থা না নেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছি আমার মেয়ে ও শিশু সন্তানদের নিয়ে।