বন্দরে ট্রাক চাপায় পথচারী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর চৌরাস্তায় ট্রাক চাপায় সুমন ছৈয়াল (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত সুমন ছৈয়াল শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মনুয়া এলাকার হাবিবুর রহমান ছৈয়ালের ছেলে। চাপা দেয়ার পর ট্রাক নিয়ে চালক কৌশলে পালিয়ে যায়। পরে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জনতার সহযোগিতায় ট্রাকটি আটক করে। এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান ছৈয়াল বাদী হয়ে রোববার অজ্ঞাত ট্রাক চালককে আসামী করে বন্দর থানায় মামলা করেন। পুলিশ জানায় , শনিবার রাতে সাড়ে ১০টায় রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া গতির ট্রাক( ঢাকা মেট্রো ট ১৬-৬৩৩৯) পথচারী সুমন ছৈয়ালকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।