বন্দরে জুমার নামাজে মসজিদে মসজিদে পুলিশের করোনা সচেতনতামূলক প্রচারণা
বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরের বিভিন্ন মসজিদে শুক্রবার জুমার নামাজের আগে করোনা মহামারি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে পুলিশ। পুলিশ প্রতিনিধিরা এ সময় মহামারি সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচল, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরার ওপর জোর দেন। চৌরাপাড়া সোমবারিয়া বাজার জামে মসজিদে মুসুল্লিদে লকডাউন ও করোনা মহামারি নিয়ে সচেতন করেন বন্দর থানার ওসি তদন্ত মো: মহসিন মিয়া। বীরমুক্তিযোদ্ধা সফিউদ্দিন আহমেদ, সাংবাদিক আতাউর রহমান, কবি কবির সোহেল, লতিফ রানা এ সময় বক্তব্য রাখেন।
এ ছাড়া সোনাকান্দা কেল্লা জামে মসজিদ, নবীগঞ্জ কদমরসুল, শাহী মসজিদ, বন্দর বাজার মসজিদ ও নবীগঞ্জ জান্নাতুল বাকি ও মদনপুর ফুলহর জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে পুলিশের প্রতিনিধিরা জুমার নামাজে অংশ নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।পরে তারা জুমার নামাজে অংশ নেন।