বন্দরে চলন্ত বাসে যুবতীকে গনধর্ষণ,চালক- হেলপার সহ ৩জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়নঞ্জ জেলার বন্দরে চলন্ত বাসে এক যুবতীকে গনধর্ষণের অভিযোগে চালক- হেলপার সহ ৩জন গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় এ গনধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো, সায়াদাবাদ-গাঊছিয়া রুটের মুক্তিযোদ্ধা পরিবহনের বাস চালক নুরুল হক (২১), হেলপার বুলেট(১৪) ও সহযোগী শান্ত(১৬)।
জানাগেছে, ঢাকা রাজধানীর যাত্রাবাড়ি থেকে রাত সাড়ে ১০ টার দিকে এক যুবতী রূপগঞ্জের গাউছিয়ার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা পরিবহনের একটি বাসে উঠেন। বাসটি কাঁচপুর ব্রিজের ঢালে বাস থাকা সকল যাত্রী নামিয়ে দেয়। পরে ওই যুবতীকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর জাহিন গার্মেন্টের সামনে নিয়ে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই নারী বাস থেকে কৌশলে নেমে ৯৯৯ কল করলে বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে বাসে চালক-হেলপারসহ ৩জনকে গ্রেপ্তার করে থানা নিয়ে যায়। গ্রেপ্তারকৃত চালক নুরুল হক, কিশোরগঞ্জ জেলার মিঠামঈন থানার মশিরা গ্রামের হাছেন আলীর ছেলে, হেলপার বুলেট রূপগঞ্জ ছনপাড়া এলাকার ভাড়াটিয়া আবুল হোসেনের ছেলে ও শান্ত বরগুনা জেলার আমতলী থানার চরখালা গ্রামের আল আমিনের ছেলে
বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) মহসিন এন সিটি নিউজ২৪ কে জানান, চলন্তবাসে গনধর্ষণের ঘটনা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালক হেলপারসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতা যুবতী বাদী হয়ে ৩জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।