বন্দরে কীটনাশক পান করে নাসরিন(২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার দিবাগত রাতে বন্দর উপজেলাধীন ঘারমোড়া এলাকায় এঘটনাটি ঘটে। নিহত নাসরিন সুদূর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পুরুরা এলাকার নজরুল ইসলামের মেয়ে।
সুত্রমতে,কয়েকবছর পূর্বে বন্দর উপজেলাধীন ঘারমোড়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে আরাফাতের সাথে নাসরিনের পারিবারিকভাবে বিয়ে হয়।এরপর থেকে তিনি ঘারমোড়া এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করে আসছেন। দাম্পত্য জীবনে অশান্তি’র জেরে স্বামীর সাথে অভিমান করে সোমবার দুপুর নাগাদ নাসরিন তাদের কৃষিজমিতে ব্যবহৃত কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে তার শশুরবাড়ি’র লোকজনের সহয়তায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়িতে আনলে ঐদিন দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ ব্যাথায় ছটফট করতে করতে তিনি মারা যান। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেন প্রস্তুত করে। এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এব্যাপারে নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন বলে খবর পাওয়া গেছে।