বন্দরে আ.লীগ নেতার কাছে বকেয়া মাইক ভাড়া চাওয়ায় যুবককে নির্যাতন
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বন্দরে দলীয় কর্মসুচীর মাইক ভাড়ার বকেয়া টাকা চাওয়ায় মো.রাসেল(২৫) নামে এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে এক ইউনিয়ন আওয়ামীলীগের নেতার বিরুদ্ধে।মঙ্গলবার আলীনগর এলাকায় এ অমানষিক নির্যাতনের ঘটনা ঘটে। অভিযুক্ত ওই নেতার নাম ইব্রাহিম কাশেম। তিনি কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
এ ঘটনায় আহত রাসেল বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে,উপজেলা কলাগাছিয়া আলীনগর এলাকার অখিলউদ্দিন ছেলে রাসেল ৪ মাস আগে আওয়ামীলীগের সংগঠনের দলীয় এক কর্মসূচীতে মাইক ভাড়া নেন একই এলাকার ওই ইউনিয়ন সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম। বুধবার দুপুরে বকেয়া মাইক ভাড়ার ১১ হাাজার টাকা চাইতে রাসেল তাদের বাড়িতে যায়। টাকার জন্য বাড়িতে যাওয়ায় ক্ষিপ্ত ওঠেন ইব্রাহিম কাশেম। এসময় পাওনা টাকার জন্য বেকে বসে রাসেল। এতে আরো ক্ষিপ্ত রাসেলকে মারধর শুরু করে। পরবর্তীতে ইব্রাহিম কাশেমের দুই ছেলে অয়ন ও সাঈদ মিলে রাসেলের ওপর অমানুষিক নির্যাতন চালায়। এসময় রাসেলের ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার বন্দর স্থাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে এ ঘটনায় বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেছে রাসেল।
কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম জানান, পাওনা টাকার জন্য বাড়িতে এসে উচ্চ-ভাষায় কথাবার্তা বলে রাসেল। এমে আমার দুই ছেলে অয়ন ও সাঈদ ক্ষিপ্ত হয়ে রাসেল চরথাপ্পর দেয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেস, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।