বন্দরে আলীনগরে দুবাই প্রবাসী
বাড়ীতে দুঃসাহসিক চুরি
বন্দরে দুবাই প্রবাসী বাড়ীতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। বাড়ীতে কেউ না থাকার সুবাদে অজ্ঞাত চোরের দল কৌশলে প্রবাসী বাড়ীতে প্রবেশ করে ফ্রিজ, টেলিভিনসহ অন্যান্য র্ফানিচারসহ প্রায় ১ লাখ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। গত সোমবার দিবাগত রাত ১টায় বন্দর উপজেলা আলীনগরস্থ মোল্লাবাড়ী সংলগ্ন প্রবাসী নাহিদ মিয়ার বাড়ীতে এ চুরির ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৪ মাস পূর্বে বন্দর উপজেলার ঘারমোড়াস্থ কোনাপাড়া এলাকার মৃত ফজল হক মিয়ার ছেলে ছেলে নাহিদ মিযার সাথে একই এলাকার তাওলাদ মিয়ার মেয়ে রিয়া আক্তারের ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর নাহিদ তার স্ত্রী রিয়া আক্তারকে আলীনগরস্থ তার নিজ বাড়ীতে রেখে জীবিকার তাগিদে দুবাই পাড়ি জমায়। এর ধারাবাহিকতায় গত সোমবার সকালে গৃহবধূ রিয়া আক্তার বাসা তালা লাগিয়ে তার পিত্রালয়ে আসলে ওই সুযোগে অজ্ঞাত চোরের দল কৌশলে বাড়ীতে প্রবেশ করে ফ্রিজ, টিভিসহ অন্যান র্ফানিচার চুরি করে পালিযে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় বন্দর থানার কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে থানার ডিউটি অফিসার সূত্রে জানা গেছে।