আকাশ ছোয়াঁ প্রত্যয় নিয়ে বন্দর জেনারেল হাসপাতাল এলো সেবা নিয়ে”এই শ্লোগানকে সামনে রেখে শুভ উদ্বোধন হলো বন্দর জেনারেল হাসপাতাল। ২৭সেপ্টেম্বর রবিবার বিকাল ৩টায় বন্দর বাজারস্থ হোসেন টাওয়ারে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এ হাসপাতালটির শুভ উদ্বোধন হয়।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার ভাইস-চেয়ারম্যান মোঃ সানাউল্ল্যাহ সানু।
বন্দর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও মায়ের ছায়া গ্রুপের চেয়ারম্যান মোঃ হোসেন মিয়ার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুর সঞ্চালনায় হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্দর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিপু দাস।
প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ রশিদ বলেন, বন্দরে এত সুন্দর একটি হাসপাতাল হওয়ায় সত্যিই আমরা আনন্দিত। আপনারা যারা হাসপাতালে সাথে রয়েছেন তারা হাসপাতালের সেবার মান যেন ভালো হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং সব সময় যেন ডাক্তার থাকে সেদিকে লক্ষ্য রাখবেন যাতে সার্বক্ষণিক কাঙ্ক্ষিত সেবা জনগণ পায়।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মেহেবুবা সাঈদ, বন্দর উপজেলা ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী নাছির, নাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ ভূইয়া,২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার,১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোঃ সাগর, সংরক্ষিত ২২,২৩,২৪ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর শাওন অংকন, ১৯,২০ ও ২১নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাজী শহিদ, বন্দর কদম রসুল পৌর যুবলীগের সাধারন সম্পাদক কাজী জহির,২২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আজহারুল ইসলাম ভূইয়া জিন্নাহ,মিয়া মোহাম্মদ উল্যাহ,বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সভাপতি ব্যবসায়ী চান মিয়া, রোটারিয়ান নুর ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস মীর।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বন্দর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান আরিফ জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাসপাতালের অন্যান্য ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ৷