বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মাণে অপমাননাকর বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী এম এ সালামের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। ১ লা ডিসেম্বর (মঙ্গলবার) সকালে কেওঢালা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ ভিপি বাদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী আরিফুল ইসলাম আলীনূর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমানুল্লাহ আমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য ইমন শাফি, আওয়ামীলীগ নেতা আজিজুল হক, গাজী রাসেল, সিরাজুল ইসলাম, শাহ আলম প্রমূখ।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ ভিপি বাদল বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আমাদের আপনাদের সকল শ্রেণির পেশার মানুষের নেতা। বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণ বা তাকে নিয়ে অপমাননাকর বক্তব্য আমরা কোনো ভাবেই মেনে নিতে পারিনা। যারা ধর্মকে পূঁজি করে সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে খেলা করছেন তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি