ফলোআপ
বন্দরে খুনের চারদিন পর ধান ক্ষেতে পাওয়া গেল কর্তিত হাত
বন্দরের মদনপুরের আন্দিরপাড় এলাকায় বুধবার রাতে কুপিয়ে হত্যা করা হয় জুয়েল(২৩) নামে এক প্রবাস ফেরত যুবককে। হত্যাকান্ডের পর তার বাম হাতটি কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায় হত্যাকারীরা। রোববার বিচ্ছিন্ন হাতটি আন্দিরপাড় এলাকায় ঘটনাস্থলের কাছে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার এসআই সিরাজউদ্দৌলা জানান, পূর্ব শত্রুতার জের ধরে বন্দরের মদনপুর আন্দিরপাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে জুয়েলকে গত বুধবার রাতে কুপিয়ে হত্যা করে দৃর্বৃত্ত্রা। হত্যার পর দেহ থেকে বাম হাত বিচ্ছিন্ন করে নিয়ে যায়। রোববার এক কৃষক ধানক্ষেতে ঘাষ কাটার সময় কর্তিত হাতটি দেখতে পান। এরপর তিনি পুলিশকে খবর দেন।