নারায়ণগঞ্জের ফতুল্লা’র একটি হত্যা মামলার পলাতক আসামী মোঃ সাব্বির (৩২)’কে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার (২ নভেম্বর) রাতে ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর স্কোয়াড কমান্ডার, সিনিয়র সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া যে কোন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনের জন্য র্যাব ছায়া তদন্ত করে আসছে। এরই ধারাবাহিকতায় ২ নভেম্বর রাতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর এলাকায় ১ জন হত্যা মামলার পলাতক আসামী অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামী মোঃ সাব্বির (৩২)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত একই থানা’র মাসদাইর গুদারাঘাট এলাকার মোঃ স্বপন এর ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও চুরি সহ অসংখ্য মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।#