পশ্চিমা দেশগুলোর নিজেদের স্বার্থে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করছে আর আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর পেটে লাথি মারছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা ড,তৌফিক -ই- ইলাহি চৌধুরি। তিনি বলেন, এ দায় দ্বায়িত্ব পশ্চিমা দেশের। তাদের নিজেদের ষড়যন্ত্রকারীদের। তাদের ঘটনার দয়া দ্বায়িত্ব আমরা কেন নিবো।দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর আওতাধীন বিভিন্ন এলাকায় স্থাপিত সিসি ক্যামেরা মনিটরিং কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ২০০৯ সালে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, এখন বারো হাজার মেগাওয়াট উৎপাদন হচ্ছে। এত সীমাবদ্ধতার পরও তিন থেকে চারগুন বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ বিএনপি মায়াকান্না করছে আর বামপন্থীরা লণ্ঠন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ডিজেলের দাম বাড়ানো হয় হিসাব নিকাশের মধ্য দিয়ে। হুট করে এটা না করে একটু বিশ্লেষন করতে হয়।
বেআইন ভাবে যেসব লাইন আছে। ডমেষ্টিক বা ইনডাষ্টিক কোক কমাইতে হবে। যদি আমরা এগুলোকে বন্ধ করি তাহলে আমাদের দুটো লাভ একটা আমাদের গ্রাসের প্রাপ্তটা একটু বাড়বে। প্রেসার ইমপ্রভ করবে। আরেকটা হলো অর্থ যেটা সরকার পাচ্ছিল না সেটা আসবে। ফলে এটা সব দিকে লাভ হবে। যারা দেশে অবৈধ কাজ করবে তাদের শাস্তি আমরা নিশ্চিত করতে চাই।
যারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে বিশেষ করে যারা তিতাসের লোক বলে পরিচয় দিয়ে দেশের ক্ষতি করছে তাদেরকে ধরে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। কারণ যারা পয়সা দিয়ে গ্যাস এবং বিদ্যুৎ নিচ্ছে তাদের স্বার্থ আমাদেরর রক্ষা করতে হব।