বাংলাদেশ পুলিশের ১৪ জন পরিদর্শককে (সশস্ত্র) সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি প্রাপ্তরা বিসিএস (পুলিশ) ক্যাডারের মর্যাদা পাবেন।আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এই পদোন্নতি দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব ধনঞ্জয় কুমার দাস। পদোন্নতি প্রাপ্তরা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য।
প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যারা পদোন্নতি পেয়েছেন তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে।