নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান বলেন, আমরা যখন ৫ম শ্রেণী পর্যন্ত পরতাম তখন সেখানে সামাজিক শিক্ষা একটা বই ছিল সেখানে অনেক বিষয় ছিল। এখন অনেক শিক্ষার্থী ২ বছর পড়তে পারেনি ফলে তারা অনেক কিছু মিস করেছে। এই শিক্ষা দিতে হবে আমাদের অভিভাবকদের। আল্লাহর ইচ্ছায় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধায়নে আমরা করোনা মোকাবেলা করতে পেরেছি। লেখাপড়ার যে ক্ষতি হয়েছে সেটি এখন আমাদের পুষিয়ে নিতে হবে।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি প্রধান খালেদা জিয়া, স্পিকার, আমাদের মেয়র সবাই মেয়ে। আমাদের মেয়র সেলিনা হায়াত আইভী যখন ক্লাস ফাইভে পড়ে তখন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে, ৮ম শ্রেণীতেও টেলেন্টপুলে পেয়েছে, উনি ৬ টা লেটার মার্ক পেয়ে এসএসসি পাশ করেছে। উনি ইন্টারে ফার্স্ট ডিভিশন পেয়েছে। এরপর উনি স্কলারশিল নিয়ে রাশিয়া গেছে। সেখানে উনি ডাক্তার হয়েছেন। এরপর দেশে এসে উনি মিডফোর্টে ডাক্তারি করেছেন। এরপর উচ্চতর শিক্ষার জন্য নিউজিল্যান্ড গেছেন। আমাদের রক্ত পরীক্ষা এটার উপর উনি পিএইচডি করেছেন।উনি জ্ঞান অর্জন করেছেন, দেশ ভ্রমন করে শিক্ষা অর্জন করেছেন।
তিনি আরো বলেন, আজ থেকে ১০ বছর আগে যখন আমাদের রাস্তাঘাটগুলো কাঁচা ছিল, রাস্তায় পানি জমে থাকতো সেই কাজ উনি করে আজ উন্নয়ন করেছেন। আজ আর কাঁচা রাস্তা নেই, রাস্তায় পানি জমে থাকেনা। উনি দেশের বাইরে থেকে লেখাপড়া করে এসব শিখেছেন। আমরা যারা ঠিকাদার তারা কোন উলটা পালটা করলে উনি দেখতে পারেন। আমরা চুরি বাটপারি করলে উনি ধরতে পারেন। লেখাপড়া করেই নেতা হতে হবে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা লেখাপড়া করবো নাকি না। লেখাপড়ার পাশাপাশি দেশকে ভালোবাসতে হবে, বাবা মাকে ভালোবাসতে হবে। বাবা মা আমাদের জন্য অনেক চিন্তা করেন। এরপর এলাকার মুরুব্বিদের সম্মান করতে হবে।
শনিবার ১৮ ডিসেম্বর দুপুর ১২টায় বন্দর উপজেলার ৫৭নং লক্ষণখোলা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি আয়োজিত ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বশির আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূর হোসেন, বিটিভি নারায়ণগঞ্জ প্রতিনিধি আতাউর রহমান, বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলম,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবেরা বেগম,শাহ সফিউদ্দিন, দেলোয়ার হোসেন, মোতালেব হোসেন মেম্বার,মাহবুব হোসেন, তাওলাদ হোসেন,মোঃ হাসান . মোঃ রাহুল, বকুল সাউদ, আয়নাল হক, আবুল হোসেন, শামছুল আলম শাহীন, শাহি ইফাৎ জাহান মায়া, টিটু সাউদ, সানিয়া আক্তার , প্রমুখ।
পরে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা প্রদান করেন অতিথিরা।