নুরবাগ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
বন্দর প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নুরবাগ যুব সংগঠনের উদ্যোগে অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ৩০ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডস্থ নুরবাগ সংগঠনের কার্যালয়ে সামনে থেকে ১৩০ জনের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
নুরবাগ যুব সংগঠনের সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খাঁন মাসুদ, উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন, নুরবাগ যুব সংগঠনের উপদেষ্টা ও আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ নেতা খাঁন মাসুদ বলেন, করোনা মহামারির ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন সফল করার এবং বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এবং করোনা মোকাবেলায় সবাইকে মাস্ক ব্যবহার করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেন তিনি।
এছাড়াও উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার, আরিফুল ইসলাম হিরা, মো. সানি খাঁন, নুরবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি জাবেদ হোসেন জাবুল, সহ-সভাপতি করিম সরদার ও নুরা মিয়া, জয়েন সেক্রটারি আব্দুল আহাদ লিটন, কোষাদক্ষ আমান, নুরবাগ যুব সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সোহাগ, সহ-সভাপতি মোখলেছ, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আমু, সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমেদ নাছির, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ, দপ্তর সম্পাদক নুরুজ্জামান, প্রচার সম্পাদক রাজন, সহ- প্রচার সম্পাদক জনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিব, তথ্য বিষয়ক সম্পাদক আরিফ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আল আমিন।