নির্বাচনে উঠান বৈঠকে বক্তরা…..
জয়ের মালা জাহাঙ্গীর ভাই এর গলায় পরাবো
গণসংযোগ, উঠান বৈঠক সহ নির্বাচনী প্রচারণা করে ব্যাস্ত সময় পার করছেন নাসিক ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম। এরই অংশ হিসেবে শুক্রবার বাদ মাগরিব মামুদনগর ইনসি সিমেন্ট সংলগ্ন এলাকায় এক নির্বাচনে উঠান বৈঠক মিলিত হয়েছেন কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম। ব্যবসায়ী সমাজ সেবক রেজাউল করিম রাজর সভাপতিত্বেু নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, সমাজসেবক হুমায়ুন কবির।উঠান বৈঠক উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সমাজসেবক হাজী সামাউন হাবিব, হাজী মুরাদ হোসেন, হাজী টিপুন, হাজী মনা মিয়া হাজি জহির মুন্সি, শাহজাহান সেক্রেটারি, মোঃ পলাশ, মোরশেদ, এমদাদ হোসেন ,নয়ন ,সম্রাট প্রমুখ। এ সময় বক্তারা বলেন, যে কোন কিছুর বিনিময়ে আমরা জয়ের মালা জাহাঙ্গীর ভাই এর গলায় পরাবো। আমাদের বৃহত্তম মামুদনগর ও বেপারীপাড়া থেকে একজন মাত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। আমরা ঐক্যবদ্ধ ভাবে তাকে যদি নির্বাচিত করতে না পারি তাহলে আমাদের ভাগ্য খারাপ, তাই আমরা সবাই একত্রিত হয়ে জাহাঙ্গীর ভাইয়ের জন্য কাজ করব এবং তাকে বিজয় করব।