নারায়নগঞ্জে নিখুজের ২ দিন পর যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাইফুল ইসলাম রাব্বানী নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার খাসনগর দিঘিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সে চট্রগ্রামের সন্দীপ উপজেলার সন্তুুশপুর এলাকার আঃ মান্নানের ছেলে ও দীঘিরপাড় এলাকার রতনের বাড়ির ভাড়াটিয়া।
নিহতের স্ত্রী আঁখিনূর আক্তার জানান, গত মঙ্গলবার রাতে পিয়াল নামের এক যুবক তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে তার লাশ পাওয়া যায়।
সোনারগাঁ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, দিঘিতে লাশ ভাসতে দেখে স্থানীয় পুলিশকে খবরদেয়। পরে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।