ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে গত ৫ আগষ্ট প্রতিষ্ঠানের তৃতীয় তলার কম্পিউটার ল্যাব থেকে দূর্র্ধষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে বাদী হয়ে মামলা করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। মামলা চলমান অবস্থায় একই কায়দায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে চুরির ঘটনায় আটক হোন এরশাদ (৩৬) ও হাসান (৩২) মানে দুই চোর। এ ঘটনায় সেই চোরদের সম্পৃক্ততা প্রমাণের জন্য নিয়ে আসা হয় ঠাকুরগাঁওয়ে। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে চুরির ঘটনা বর্ণনা জানতে তাদের ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটে নিয়ে যায় ডিবি পুলিশ। চুরির ঘটনার সত্যতা স্বীকার করে পুরো বর্ণনাটি দেন তারা।
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার চররাজাপুর গ্রামের জামাল হোসেনের ছেলে এরশাদ একই থানার মুসলিমনগর নতুন বাজার গ্রামের দেলোয়ারের ছেলে হাসান সারাদেশে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট গুলোকে লক্ষ করে চুরি করে থাকেন তারা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই নবীউল হক বলেন, গত ৪-৬ আগষ্টের মধ্যে এ প্রতিষ্ঠানে একটি দূর্র্ধষ চুরির ঘটনা ঘটে পরে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন পরে ঠাকুরগাঁও পুলিশ সুপারের আদেশক্রমে ডিবি পুলিশকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় তদন্তের প্রারম্ভিক কালে এখানে কিছু ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয় এগুলোর জন্য আমি সিআইডির শরণাপন্ন হই। পরে এখান থেকে নমুণা নিয়ে ঢাকায় পাঠানো হয় মামলা তদন্ত অব্যহত থাকে। একটা পর্যায়ে জানতে পারি যে এই চুরির সাথে জড়িত কতিপয় চোর সাতক্ষীরায় চুরির ঘটনায় আটক হোন পরে তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে জানা যায় এ চোরগুলোই ঠাকুরগাঁওয়ের চুরির ঘটনায় জড়িত। পরবর্তীতে আইনগত যে বিষয়গুলো সেগুলো সম্পন্ন করা হয়। আজকে ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এদের পুনঃ গ্রেফতারের শুনানি হয়। বিজ্ঞ আদালত তাদের আসামী করার আদেশ দেন জিজ্ঞাসাবাদের নিমিত্তে দুই দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত রিমান্ড মন্জুর করেন। তারা দুজনে বর্তমানে পুলিশ রিমান্ডে আছেন জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। মামলা তদন্তের স্বার্থে আমরা সরাসরি তাদের প্রতিষ্ঠানে নিয়ে এসেছি। তারা পুরো চুরির ঘটনার প্রক্রিয়াটি বর্ণনা করেছেন ও চুরির সত্যতা স্বীকার করেছেন মামলা তদন্তের শেষে আমরা বলতে পারব এরা দুজনে না আরো বড় চক্র আছে ওদের সাথে
ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জি.মাকসুদুর রহমান বলেন, গত ৪-৬ ডিসেম্বরের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের ল্যাব থেকে ৪৪ টি কম্পিউটারের মালামাল চুরি হয়। পরে আমাদের প্রতিষ্ঠানের এআইডিটি বিভাগের প্রধান বাদী হয়ে মামলা দায়ের করেন পরে এটি পুলিশ ও সিআইডি তদন্ত করেন। দুইজন চোর আটক হয়েছেন। বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছেন