নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ব্যক্তিগত গাড়ি নিয়ে আম কিনতে বের হয়ে ম্যাজিস্ট্রেটকে মিথ্যা বলে ফেসে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের শাস্তি পেলেন তিশান নামে এক ছাত্র। আজ রোববার (৪ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়া শহীদ মিনারের সামনে তল্লাশি চৌকিতে এ ঘটনা ঘটে।
প্রথমে গাড়িটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এসময় তিশান বলেন, সে কলেজের অ্যাসাইনমেন্ট করতে বের হয়েছেন। পরে তার বাবাকে ফোন দিতে বলেন ম্যাজিস্ট্রেট। বাবাকে ফোন দিলে তিনি জানান তার ছেলে গাড়ি নিয়ে আম কিনতে বের হয়েছেন। এসময় তিশান তার কথাই বলতে থাকেন এবং তর্কে জড়ান ম্যাজিস্ট্রেটের সাথে। পাশাপাশি সেখানে কর্তব্যরত সাংবাদিকদেরও ছবি তুলতে নিষেধ করেন। পরে ছাত্র বিবেচনায় তাকে ২শ টাকা অর্থদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট এবং ভবিষ্যতের জন্য সতর্ক করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, এরকম অনেকেই নানা মিথ্যার আশ্রয় নিয়ে বের হচ্ছেন। আমরা তাদেরকে শাস্তির আওতায় আনছি। অপ্রয়োজনে সরকারি নির্দেশনা অমান্য করে বের হলে কাউকে ছাড় দেয়া হবেনা। ছাত্র বিবেচনায় তাকে সতর্ক করে ২শ টাকা অর্থদণ্ড করা হয়েছে।