নারায়ণগঞ্জে আবাসিক এলাকায় বিশটি বাড়ির দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। আড়াই লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জে বন্দর উপজেলার রূপালি আবাসিক এলাকায় বিশটি বাড়ির দুই শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় বাড়ির মালিকদের আড়াই লক্ষ টাকা জরিমানাসহ অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান রাইজার জব্দ করে ভ্রাম্যমান আদালত। নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর সহায়তায় দুপুর থেকে বিকেল পর্যন্ত সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়।
নির্বাহি ম্যাজিষ্ট্রেট জানান, বাড়ির মালিকরা তিতাস কতৃপক্ষকে ফাঁকি দিয়ে নির্ধারিত বৈধ সংযোগ থেকে অবৈধভাবে দুই থেকে তিন গুণ চূলা ব্যবহার করে আসছেন। ফলে আশপাশের বৈধ গ্রাহকরা গ্যাস সংকটে ভুগছেন এবং সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমান রাজস্ব আয় থেকে। এ কারণে বিশটি বাড়ির সংযোগ বিচ্ছিন্নসহ অবৈধ চূলার পরিমান অনুযায়ী আর্থিক জরিমানা করা হয়।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক জানান, রূপালি আবাসিক এলাকার প্রতিটি বাড়িতেই অবৈধ সংযোগ ব্যবহার করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধ সংযোগ দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।