নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরীতে বার্টিকেল পরিস্কারের সময়ে গ্যাস থেকে আগুন ছড়িয়ে পরে এতে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আর বাকী ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
দগ্ধ শ্রমিকরা হলেন আব্দুর রহমান, মফিজুল, ফাহাকুল, কাজী নুর হোসেন, আজাদ, আবুল কালাম, রাহাদ, দেওয়ান, রানা, সোহাগ।
ফ্যাক্টরীর এডমিন ইনচার্জ গোলাম মর্তুজা জানান, রবিবার বেলা ১১ টায় বার্টিকেল পরিস্কার করার সময়ে পাশে থাকা ইঞ্জিন বিস্ফোরণ হয়। এ সময় আগুন লেগে ১০ জন দগ্ধ হয়।
ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের টিম আসার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। কী কারনে দুর্ঘটনা ঘটলো তা তদন্ত করা হবে।
মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসগর আলী জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়, যাতে কোন অপ্রতিকর
ঘটনা না ঘটে।