নারায়ণগঞ্জ ছাত্রসমাজের কমিটিকে ঘিরে ছাত্রসমাজের ত্যাগী নেতাদের মধ্যে রয়েছে ক্ষোভ ও হতাশা। দীর্ঘদিন যারা ছাত্র সমাজকে আগলে ধরে রেখেছিল তাদের অনেককেই মূল্যায়ন না করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের ছাত্রসমাজ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রসমাজের নেতারা। এরইমধ্যে কেন্দ্রীয় ছাত্র সমাজের দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিন গাজী স্বাক্ষরিত গত ১৬/৩/২০২০ ইং তারিখে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র সমাজের কমিটি গঠন হলে কিছুটা বিতর্ক সৃষ্টি হয় তৃণমূলের মাঝে এর পরপরই ১৮/৩/২০২০ ইং তারিখে কেন্দ্রীয় ছাত্রসমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত পাঁচ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর কমিটি অনুমোদন দেয়।
এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি এস এম রাজা হোসেন রাজু প্রতিবেদককে জানান, জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির এমপি এ কে এম সেলিম ওসমান সহ তৃণমূল ও ত্যাগী নেতাদের মতামত উপেক্ষা করে এসকল মনগড়া ও নাটকীয় কমিটি অনুমোদন দেয় নারায়ণগঞ্জে।
এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রসমাজ নেতা আরিফুল ইসলাম সবুজ জানান,স্থানীয় জাতীয় পার্টির ত্যাগী ও মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কোন প্রকার পরামর্শ ছাড়াই ছাত্রসমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জে ছাত্রসমাজ কমিটি গুলোর অনুমোদন দেয়। অথচ কথা ছিল কর্মী সভা ডেকে কমিটি দেওয়া হবে, কিন্তু সেভাবে না করে সিলেকশন এর মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়