বাংলাদেশ রেলওয়ের মোট রুট ২ হাজার ৯৫৫ দশমিক ৫৩ কিলোমিটার। সারাদেশে চলাচল করা যাত্রীবাহী ট্রেনের সংখ্যা ৩৫২টি। এর মধ্যে আন্তঃনগর ট্রেন ৯০টি, লোকাল ১২৬টি।
মঙ্গলবার সংসদ ভবনে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, মো. শফিকুল আজম খান, মো. সাইফুজ্জামান, এইচ এম ইব্রাহিম, নাছিমুল আলম চৌধুরী ও গাজী মোহাম্মদ শাহ নওয়াজ অংশ নেন।
রেলওয়ের জনবল নিয়োগ, ট্রেনের সময়মতো স্টেশন ত্যাগ করার বিষয়ে ও ট্রেনের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সুপারিশ করে কমিটি।