কন্ঠশিল্পী তানিশা মির্জা। এরইমধ্যে তার গাওয়া বেশ কয়েকটি গান প্রকাশ পেয়েছে। সম্প্রতি তানিশা একটি কভার সং গেয়েছেন। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জনপ্রিয় গান ‘মায়া লাগাইছে’ গানটি কভার গেয়েছেন। শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী শাহ আব্দুল করিমের স্মরণে গানটি গেয়েছেন তিনি। ‘মায়া লাগাইছে’ গানটির কথা ও সুর শাহ আব্দুল করিমের। নতুন করে সংগীত আয়োজন করেছেন মোহাম্মদ পিয়াস। ভিডিও চিত্র নির্মাণ করেছেন রাহাত বাপ্পী। তানিশার টিএস নিজস্ব ইউটিউব চ্যানেলে আজ বৃহস্পতিবার গান চিত্রটি মুক্তি পেয়েছে।
তানিশা বলেন, ‘শাহ আব্দুল করিম জনপ্রিয় একজন শিল্পী। তিনি না থাকলেও তার গান এখনও তাকে বাঁচিয়ে রেখেছে। তিনি আমার অত্যন্ত পছন্দের একজন শিল্পী। তাই প্রিয় শিল্পীর স্মরণে ভালোবেসে গানটি কভার করেছি। চেষ্টা করেছি ভালো করার তবে কতুটুকু পেরেছি তা দর্শক দেখলেই বুঝতে পারবে। আশা করছি কেউ নিরাশ হবে না।’