অনলাইনে ভাইরাল হতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক ব্যক্তি এমন এক কাজ করেছেন, যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। মার্কিন গণমাধ্যম ম্যাশেবলের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই ব্যক্তি একটানা ৪০ দিনে ৪০টি মুরগি খেয়েছেন!ভদ্রলোকের নাম আলেক্সান্ডার টমিনস্কি। বয়স ৩১। হঠাৎ তাঁর একদিন মনে হলো, তিনি বিভিন্ন এলাকায় গিয়ে প্রতিদিন একটি করে মুরগির গ্রিল খাবেন। যেই ভাবা সেই কাজ। শুরু করলেন মুরগি ভক্ষণের চ্যালেঞ্জ। কোনো একটি দোকানের সামনে গিয়ে একটি করে মুরগি খান আর তার ছবি, খবর ও ভিডিও দেন টুইটারে। টমিনস্কি তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছেন, গত রোববার (৬ নভেম্বর) তিনি তাঁর ৪০ দিনের মুরগি খাওয়ার চ্যালেঞ্জ সম্পন্ন করেছেন।