আইপিএলের তৃতীয় দিনে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। জয় দিয়েই আসর শুরু করতে চায় দু’দলই। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার রাত ৮টায়। ব্যাঙ্গালুরুর কাছে আইপিএল এক হতাশার নাম। প্রতি মৌসুমেই কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল গড়েও মাঠের খেলায় তার কোনো প্রতিফলন দেখাতে পারেনি কোহলি বাহিনী। ব্যাটসম্যানদের সংখ্যা বাড়াতে গিয়ে বোলিং দুর্বলতা কাল হয়ে দাঁড়ায় দলটির জন্য।
এবার অবশ্য ভারসাম্যপূর্ণ দলই বানিয়েছে আরসিবি। ব্যাটিংয়ে বিরাটের সঙ্গী হবেন বরাবরের মতোই এ বি ডি ভিলিয়ার্স। আরো আছেন অ্যারন ফিঞ্চ ও মইন আলীদের মতো তারকারা। বোলিংয়ে স্টেইনের সঙ্গে আছেন চাহাল, মরিসের অভিজ্ঞতা। তবে একেবারে কম যায় না সানরাইজার্স শিবির। ওয়ার্নারের অধিনায়কত্বে সেখানে আছেন জনি বেয়ারেস্টো, উইলিয়ামসন, মিচেল মার্শ। তবে, হায়দ্রাবাদের বোলিং অ্যাটাক সমীহ জাগাবে যে কোন দলকেই। বিলি স্টেনলেকের সঙ্গে পেস অ্যাটাকে আছেন খলিল এবং সিদ্ধার্থ কৌলরা। আর ঘূর্ণি বল দিয়ে প্রতিপক্ষকে কুপোকাত করতে দলে আছেন রশিদ খান, মোহাম্মদ নবীরা।