নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পতাবেরচর এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির স্হায়ী কমিটির সদস্য আজারুল ইসলাম মান্নানের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ২৭শে জানুয়ারি দুপুরে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পতাবেরচর এলাকায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজারুল ইসলাম মান্নানের উদ্যোগে নীজ বাড়িতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্য নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ছেন। এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য মো. বাবুল,নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি আহ্বায়ক এড.তৈমুর আলম খন্দকার,আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও জামপুর ইউনিয়ন বিএনপির যুবদলের সভাপতি আলহাজ্ব আল মুজাহিদ মল্লিক,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক হাজী মো.সেলিম,উপজেলা মহিলা দলের সভাপতি রুমা আক্তার ও সাধারণ সম্পাদক সালমা আক্তার, নারায়ণগঞ্জ শহীদ জিয়া পরিষদের সাঃ সম্পাদক জিসান আহমেদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শহীদুর রহমান স্বপন জেলা শ্রমিকদলের সভাপতি মো.আসলাম প্রমূখ। উক্ত আলোচনা সভায় সোনারগাঁও বিএনপির সকল অঙ্গ সংগঠন লোকজন উপস্থিত ছিলেন। আজারুল ইসলাম মান্নান বলেন,বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে সোনারগাঁওয়ের অঙ্গ সংগঠনই যথেষ্ট। পরে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়কসহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।