জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূতের পদ ছাড়লেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ২০০১ সালে ইউএনএইচসিআরে কাজ শুরু করেন যুক্তরাষ্ট্রের তারকা অভিনেত্রী জোলি। ২০১২ সালে তিনি সংস্থাটির বিশেষ দূত হন।
জোলি বলেছেন, আমি বিশ্বাস করি, ইউএনএইচসিআর অনেক কিছুই করেছে। বিশেষ করে জরুরি সহায়তার মাধ্যমে জীবন বাঁচিয়েয়েছে এই সংস্থা।’পদত্যাগের ঘোষণা দিয়ে ৪৭ বছর বয়সী এই তারকা ইনস্টাগ্রামে পোস্টে বলেন, ২০ বছরের বেশি সময় কাজ করার পর আমি সংস্থাটির দায়িত্ব ছাড়ছি।তিনি লিখেছেন, শরণার্থীরা হলেন তারা যাদের আমি সবচেয়ে বেশি প্রশংসা করি এবং আমার বাকি জীবন তাদের সঙ্গে কাজ করার জন্য নিবেদিত।ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে জোলি বলেন, আমি এখন এমন সংস্থাগুলোর সঙ্গে কাজ করব যাদের নেতৃত্ব আরও বেশি সরাসরি প্রভাব ফেলে।ইউএনএইচসিআর এক বিবৃতিতে জোলির দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বলেছে, অ্যাঞ্জেলিনা জোলি অক্লান্ত পরিশ্রম করেছেন। ৬০টিরও বেশি ফিল্ড মিশন চালিয়েছেন।